
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মাইনে বেড়ে গেল ইনফোসিসের কর্মীদের। তবে তারা একটুও খুশি নয়। এর কারণ হল যে পরিমান টাকা তারা বিগত বছরে পেয়েছিলেন সেই পরিমান টাকা তাদের চলতি বছরে বাড়েনি।
যেটা জানা গিয়েছে এই আইটি কোম্পানিটি প্রতিটি স্টাফকে যে পরিমান মাইনে বাড়িয়েছে তার পরিমান হল ৫ থেকে ৮ শতাংশ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাজের ভিত্তিতেই তারা এই মাইনে বাড়িয়েছে। আর এখানেই তারা বেজায় চটে রয়েছে। মুখে কিছু না বললেও তারা যে এই মাইনে নিয়ে যে খুশি নয় সেটা তারা আকারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন।
এই প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাইনে বাড়িয়েছে। যাদের কাজ সবথেকে বেশি ভাল হয়েছে বলে প্রতিষ্ঠান মনে করেছে তারা অনেক বেশি টাকা পেয়েছে। যাদের বিগত বছরে অসাধারণ পারফরম্যান্স হয়েছে তারা অনেক বেশি পরিমান টাকা পেয়েছে।
ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়েছে যেসব কর্মচারীরা সাধারণ মাপের কাজ করেছেন তারা ৫ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছেন। যারা তাদের থেকে আরেকটু ভাল কাজ করেছেন তারা ৭ থেকে ১০ শতাংশ বৃ্দ্ধি পেয়েছেন। আর যারা অসাধারণ পারফরম্যান্স করেছেন তারা ১০ থেকে ২০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছেন।
তবে বাকি সমস্ত কর্মচারীদের মধ্যে ৫ থেকে ১০ শতাংশ হারে মাইনে বৃদ্ধি হয়েছে। এখানেই শেষ নয় কোম্পানির পারফরম্যান্স বোনাস যে এরফলে অনেকটাই প্রভাবিত হবে সেটাও বুঝে গিয়েছেন এখানকার কর্মীরা। ইনফোসিসের বর্তমানে ৩.৩৪ লক্ষ কর্মচারী রয়েছে। তাদের বিগত বছরের কাজের হিসাব অনুসারেই তাদের মাইনে বাড়ানো হয়েছে। তবে সকল কর্মীরা এর থেকে বেশি কিছু আশা করেছিলেন ইনফোসিসের কাছে।
ইনফোসিসের চিফ ফাইনান্সিয়াল অফিসার জানিয়েছেন, কাজের নিরিখেই তারা প্রতি বছর কর্মীদের বোনাসের দিকটি দেখে থাকেন। সেখানে কর্মীদের নতুন করে কিছু বলার থাকতে পারে না। ২০২৪-২৫ অর্থবর্ষে এখানে ১৫ হাজার নতুন কর্মীদের সুযোগ দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে এর পরিমান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা